রাজধানীর সবুজবাগে গৃহবধূ তানিয়া আফরোজ হত্যা মামলার প্রধান সন্দেহভাজন এসির টেকনিশিয়ান বাপ্পিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার ৩ জন হলেন- বাপ্পী (৩১), সুমন হোসেন হৃদয় (২২) এবং রুবেল (৪২)।
গত শনিবার সন্ধ্যায় সবুজবাগ থানা এলাকার বেগুনবাড়ি মাস্টার গলির চারতলা ভবনের দোতলার একটি ফ্ল্যাটে খুন হন তানিয়া। পুলিশের ধারণা, এসি ঠিক করার জন্য বাসায় এসে জিনিসপত্র লুট করে টেকনিশিয়ান বাপ্পি।
তানিয়ার মরদেহ উদ্ধারের সময় তার ৩ বছর বয়সী মেয়ে এবং ১০ মাসের ছেলেকে রক্তমাখা অবস্থায় উদ্ধার করে পুলিশ। তানিয়ার স্বামী মাইনুল ইসলাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করেন। কাজের জন্য তিনি সেখানে অবস্থান করছিলেন।