গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, দুপুরে যোগ দিচ্ছেন কোটালীপাড়ার জনসভায়

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৮:৫৫ এএম

গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, দুপুরে যোগ দিচ্ছেন কোটালীপাড়ার জনসভায়

দীর্ঘ চার বছর পর নিজ নির্বাচনি এলাকায় জনসভায় যোগ দিতে গোপালগঞ্জের কোটালীপাড়ার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। শনিবার দুপুরের দিকে কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জনসভা থেকে ৪৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা গেছে।এর মধ্যে রয়েছে ৪৪টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

কোটালীপাড়ার জনসভায় ভাষণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

এদিকে, দীর্ঘ চার বছর পর প্রধানমন্ত্রী ও  আওয়ামী লীগ সভাপতির কোটালীপাড়া সফরকে স্থানীয় নেতাকর্মী ও জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন স্থানে টাঙ্গানো হচ্ছে নানা ব্যানার-ফেস্টুন।প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। নিরাপত্তা নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে চরম নিরাপদ ব্যবস্থা।

কোটালীপাড়া উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারন সম্পাদক শেখ আয়নাল হোসেন গণমাধ্যমকে বলেন, “কোটালীপাড়ার জনসভা স্মরণকালের সেরা জনসভা হবে। জনসভাস্থলের আরো কয়েক কিলোমিটার ছাড়িয়ে যাবে জনতার ঢল। জনসভা জনসমুদ্রে পরিনত হবে।”
অন্যদিকে, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারন সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম বলেন, “জনভাস্থল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে সব ধরনের পস্তুতি গ্রহন করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার ৪৮টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন বলে তারা জানান।”

কোটালীপাড়া জনসভার প্রধান সমন্বয়ক বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, কোটালীপাড়ার জনসভার মাঠ উপচে অন্ততঃ ৫ কিলোমিটার এলাকা ওই দিন জনসমুদ্রে পরিনত হবে। তিনি বলেন, ইতোপূর্বের জনসভায় যে মানুষের ঢল লক্ষ্য করা গেছে, তা থেকে আমরা দেখি নেত্রীর প্রতি মানুষের কত ভালবাসা। এখানকার শতভাগ মানুষ যে নেত্রীকে ভালবাসে তা প্রমান করবে ২৫ তারিখের (শনিবার) জনসভায়।

Link copied!