গ্রাহক পর্যায়ে আপাতত বিদ্যুতের দাম বাড়ছে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২১, ২০২২, ০৮:৩০ পিএম

গ্রাহক পর্যায়ে আপাতত বিদ্যুতের দাম বাড়ছে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লেও আপাতত গ্রাহক পর্যায়ে দাম বাড়ছে না বলে জানিয়েছেন  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালযয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গ্রাহক পর্যায়ে আদৌ দাম বাড়ানোর প্রয়োজন আছে কিনা তা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ওপর নির্ভর করছে বলেও তিনি জানান।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে বিইআরসির পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রাহক পর্যায়ে যাতে স্বস্তি দেওয়া যায়, সেই বিষয়টিও আমরা বিবেচনা করব। এখন যেটা (দাম বৃদ্ধি) হয়েছে গ্রাহক পর্যায়ে নয়।’

প্রসঙ্গত, সোমবার বিইআরসি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত দেয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়।

আজকে বিইআরসি জেনারেশন পর্যায়ে বিদ্যুতের মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ‘গ্রাহক পর্যায়ে যাচাই-বাছাই চলছে। আমাদের এখানে জেনারেশন করতে গিয়ে মূল্য বেড়ে গেছে, তেল ও গ্যাসের দাম বেড়েছে। সেজন্য মূল্যটা সমন্বয় করার জন্য বিইআরসি যাচাই বাছাই করে ঘোষণা দিয়েছে।’

 

বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘ সরবরাহ এখন আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে ফেলেছি। আমরা আশাবাদী, মোটামুটি এখন ভালো পরিস্থিতির দিকে যাচ্ছি। যে ঘাটতিটা ছিল তা আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে।’

Link copied!