ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাটে ৮ ঘণ্টা, পাটুরিয়া-দৌলতদিয়ায় ৬ ঘণ্টা ফেরি বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৩, ০৪:০৪ পিএম

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাটে ৮ ঘণ্টা, পাটুরিয়া-দৌলতদিয়ায় ৬ ঘণ্টা ফেরি বন্ধ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আরিচা-কাজিরহাট নৌপথে ৮ ঘণ্টা ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৬ ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ। এদিকে, ফেরিঘাটে কোনো ফেরি না থাকায় সেখানে গাড়ি ও যাত্রীরা ফেরি পারের অপেক্ষায় আছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর থেকে নদীপথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়।তাই নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর পৌনে ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

Link copied!