নরসিংদী জেলার বেলাব উপজেলায় মা ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে। রবিবার সকালে উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামের শেখবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন পলাশ।
নিহতরা হলেন, রাহিমা বেগম (৩৬), ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (৭)।
স্থানীয়র সূত্র জানায়, রবিবার সকালে নিহতদের বাড়িতে এক নারী বানাতে দেওয়া কাপড় আনতে যায়। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ঘরে ঢুকে তিনজনের মরদেহ দেখতে পায়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ দ্য রিপোর্ট ডট লিইভকে বলেন, আমরা ইতোমধ্যে ঘটনাস্থলে আছি। নিহতদের বুকে ও মাথায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে। প্রাথমিকভাবে থানা পুলিশ এটাকে হত্যাকাণ্ড বলে মনে করছে।” তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যাকাণ্ড না আত্মহত্যা তা জানা যাবে বলেও জানান বেলাব উপজেলার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।