ঘোষণা দিয়েও কর্মসূচি বাতিল জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১, ২০২৩, ০৬:১৮ পিএম

ঘোষণা দিয়েও কর্মসূচি বাতিল জামায়াতের

সব ধরনের প্রস্তুতি নিয়েও অবশেষে পিছু হঠলো বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর-দক্ষিণ। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগ মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীতে সমাবেশ করার কথা ছিলো জামায়াতের। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ার তারা সমাবেশ পিছিয়ে দিয়েছে।

জানা যায়, পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মঙ্গলবার কর্মসূচি করছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির একজন নেতা।

এর আগে সমাবেশের অনুমতি চেয়ে গত ২৫ জুলাই ইমেইলে ডিএমপিতে চিঠি দেয় জামায়াত। ওইদিন বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি চায়।

কিন্তু জামায়াতে ইসলামীকে ১ আগস্ট সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়নি বলে গতকাল সোমবার বিকেলে জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম।

তিনি বলেন, ‘জামায়াতকে মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।

এ সময় সিদ্ধান্ত উপেক্ষা করে সমাবেশ বা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম।

Link copied!