চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জয়ী নোমান আল মাহমুদ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৩, ১০:৩৪ পিএম

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জয়ী নোমান আল মাহমুদ

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জয় পেযেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ। নির্বাচনে তিনি পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট।

নোমান আল মাহমুদ। সংগৃহীত ফাইল ছবি 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেসিয়ামে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৯৫২ জন।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৯০ কেন্দ্রে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২।

উপ-নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী ছিলেন। অপর তিনজন হলেন এস এম ফরিদ উদ্দীন, ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশা ও স্বতন্ত্র প্রার্থী রমজান আলী। মনোনয়নপত্র বাছাইয়ের সময় কামাল ও রমজান আলীর প্রার্থিতা বাতিল হয়। পরে আপিল করে দুজন মনোনয়নপত্র ফেরত পান।

প্রসঙ্গত, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। পরে এই আসনে আওয়ামী লীগের  হেভিওয়েটসহ ২৫ জন প্রার্থীকে টপকে মনোনয়ন পান নোমান আল মাহমুদ।

Link copied!