চট্টগ্রাম-৮ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নোমান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২৩, ০২:৩৪ পিএম

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নোমান

আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম নগর শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে তাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী হিসেবে নোমান আল মাহমুদকে চূড়ান্ত করা হয়েছে।”

বর্তমানে চট্টগ্রাম নগর কমিটির সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ প্রায় পাঁচ দশক ধরে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত। চট্টগ্রাম নগর শাখা  যুবলীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে একসময় দায়িত্ব পালন করেছেন তিনি।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ, চান্দগাঁও, মোহরা, ষোলশহর এবং বোয়ালখালী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন চট্টগ্রাম-৮।

এ আসনের দুই বারের এমপি জাসদের নেতা মইন উদ্দিন খান বাদল ২০১৯ সালের ৭ নভেম্বর মারা যান। আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট করতেন বাদল। তার মৃত্যুতে আসনটি শূন্য হলে ২০২০ সালের ১৩ জানুয়ারির উপনির্বাচনে আওয়ামী লীগ নেতা মোছলেম উদ্দিন সংসদ সদস্য হন। তবে ক্যান্সারে আক্রান্ত হয়ে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি মোছলেম উদ্দিন মারা গেলে আসনটি শূন্য হয়। সবশেষ এই আসনের উপনির্বাচনে মনোনয়ন পেলেন নোমান আল মাহমুদ।

Link copied!