চলতি মাসে আসছে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২২, ১০:৩২ এএম

চলতি মাসে আসছে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ

রাজধানীসহ শীতে কাতর দেশবাসী। দেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলোর পরিস্থিতি আরও নাজুক। ওই অঞ্চলের জেলাগুলোতে চলছে শৈত্যপ্রবাহ। অন্য জেলাতেও তাপমাত্রা কমছে প্রতিদিনই; সেই সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের হিমেল হাওয়ায় ঘন কূয়াশাও পড়েছে। এতে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। যান চলাচলেও ঘটছে বিঘ্ন। এমন অবস্থায় আবহাওয়া অধিদপ্তর দিয়েছে আরও দুঃসংবাদ।

রবিবার (২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদপ্তরের গঠিত বিষেষজ্ঞ কমিটির বৈঠক সূত্রে জানা গেছে চলতি মাসেই ৩টি শৈত্যপ্রবাহ আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ওই বিশেষজ্ঞ কমিটির দেওয়া চলতি মাসের পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া এ মাসে দেশে ২-৩টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহে রূপ নিতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। চলতি মাসে দেশের সব প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক পানি প্রবাহ থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Link copied!