চলে গেলেন শহীদজায়া বেগম মুশতারী শফী

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২১, ১২:৪৫ এএম

চলে গেলেন শহীদজায়া বেগম মুশতারী শফী

মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা শহীদজায়া বেগম মুশতারী শফী আর নেই। আজ (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেগম মুশতারী শফীর জামাতা আবদুল্লাহ জাফর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

৮৪ বছর বয়সী মুশতারী শফী কিডনি, রক্তে সংক্রমণসহ নানা জটিলতায় ভুগছিলেন। ২ ডিসেম্বর তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়েছিল। এরপর কিছুটা সুস্থ হয়ে এক দফা বাসা ঘুরে ১৪ ডিসেম্বর থেকে তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

আবদুল্লাহ জাফর গণমাধ্যমকে জানান, আজ বিকেল চারটার দিকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বেগম মুশতারী শফী হৃদ্‌রোগে আক্রান্ত হন। বিকেল ৫টা ১০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত মুশতারী নারীনেত্রী ও শব্দসৈনিক। মুক্তিযুদ্ধ চলাকালে ৭ এপ্রিল তার স্বামী চিকিৎসক মোহাম্মদ শফী ও ছোট ভাই এহসানুল হক আনসারীকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিক হিসেবে কাজ করেছেন বেগম মুশতারী। মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য ২০১৬ সালে শহীদজায়া মুশতারী শফীকে ফেলোশিপ দেয় বাংলা একাডেমি। ২০২০ সালে পেয়েছেন বেগম রোকেয়া পদক।

Link copied!