চাঁপাইনবাবগঞ্জ জেলায় পদ্মা নদী পারাপারের সময় বরযাত্রী নিয়ে বেঝাই একটি নৌকা বজ্রঘাতের কবলে পড়লে ওই নৌকায় থাকা যাত্রীদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।
আহতদের স্থানীয় হাসপাতাল ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুসংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।
বুধবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা চরাঞ্চলে নদী পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (৪ আগস্ট) শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
শিবগঞ্জ থানার ওসি জানান, নৌকাটি দক্ষিণ পাকা গ্রামের ঘাটে এসে পৌঁছার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১৬ জনের মৃত্যুর খবর জানা গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।