দেশে চালের দাম কমাতে আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এনবিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে চালের শুল্ক প্রত্যাহারের পাশাপাশি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে এনবিআর। এতে চাল ব্যবসায়ীরা ৫ শতাংশ শুল্ক দিয়ে সেদ্ধ ও আতপ চাল বিদেশ থেকে দেশে আমদানি করতে পারবেন। তবে সুগন্ধি চাল আমদানিতে পূর্ণ শুল্ক (৬২%) দিতে হবে। শিগগিরই সিদ্ধান্তটি কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চাল আমদানিতে এখন নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ, আগাম কর ৫ শতাংশ এবং অগ্রিম আয়কর ৫ শতাংশসহ মোট ১৫. ২৫ শতাংশ শুল্ক-কর দিতে হবে। এ নির্দেশনা আটোমেটেড ছাড়া সবধরনের চাল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।