ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলন অক্টোবরে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৭:১২ পিএম

ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলন অক্টোবরে

বাংলাদেশ ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলন আসছে অক্টোবর মাসে  অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে যৌথ সভায় তিনি এ কথা বলেন।

যৌথ সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। ওবায়দুল কাদের আরও জানান, সম্মেলন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগ অফিসের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে দলের সভাপতি শেখ হাসিনার শিডিউল নিতে হবে। তাঁর সম্মতি অনুযায়ী সম্মেলনের তারিখ নির্ধারিত হবে।

এসময় নেতাকর্মীদের কোনও ধরনের সংঘর্ষে না জড়াতে নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “নেত্রীর (আওয়ামী লীগ সভাপতি) নির্দেশের বাইরে গিয়ে কেউ হামলায় জড়িয়ে পড়লে তাদের ছাড় দেওয়া হবে না। এসব করে সরকারের উপর এসে দায় পড়বে, এটা কিন্তু আমরা ছাড় দেবো না। কোনও খারাপ কাজ আমাদের নেত্রী সহ্য করেন না, তিনি (এর আগে) কাউকে রেহাই দেননি। কাউকে আমরা লেলিয়ে দেইনি।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “একটি মহল দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতে চায়। কিন্তু ষড়যন্ত্রকারীরা জানে না শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতো পিছু হটতে জানেন না।”

ওবায়দুল কাদের আরও বলেন, “জাতীয়তাবাদীরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। কিন্তু আমরা সেটা হতে দেব না। এটাই আমাদের আজকের শপথ।”

Link copied!