ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১০:৩০ পিএম
ছেলে আলী আকবরকে কবরে দিয়ে এসে আধা ঘন্টার ব্যবধানে বাবাও চলে গেলেন চিরনিদ্রায়। আলী আকবর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিলেটের ওসমানীনগর উপজেলায়।
রবিবার বিকালে উপজেলার তাজপুর ইউনিয়নের উত্তর মজলিসপুর গ্রামের বাড়ি থেকে আলী আকবরের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে ছেলের দাফন শেষ করে বাড়ি আসেন ফারুক মিয়া (৭৫)। বেলা ৩টার দিকে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ফারুক মিয়ার ভাগনে জানান, মামা দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। এর আগেও তিনি দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ছয় মাস আগে মামীও মারা গেছেন।
আকবরের দাফনের পর আত্মীয়-স্বজনরা বাড়ি ফেরার প্রস্তুতি নিলেও তাদের বাড়ি ফেরা আর হয়নি। রাত ৮টায় জানাজার নামাজের পর ফারুক মিয়ার দাফন সম্পন্ন হয়। আলী আকবর দুই সন্তানের জনক ছিলেন।
ওসমানীনগর থানার ওসি এস এম মাঈন উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলী আকবর আত্মহত্যা করেছেন। মরদেহের ময়নাতদন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে সম্পন্ন হয়েছে।