এপ্রিল ২৮, ২০২৩, ১০:৫৫ এএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার বদ্ধপরিকর। এই নির্বাচনে কেউ বাধা দিতে চাইলে তাদের প্রতিহত করা হবে।
শুক্রবার (২৮ এপ্রিল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৭০তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কাজ দেশের সম্পদ ধ্বংস করা, টাকা পাচার করা, পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করা। ফলে ওই দলের সঙ্গে পাল্টাপাল্টি নয়, জনগণের জানমাল রক্ষায় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে।
ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে, ভবিষ্যতেও আসবে। তাই দেশবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষা করা আমাদের কাজ। সরকার জেনেবুঝে বিএনপির মতো একটি দলের হাতে দেশ পরিচালনার ভার তুলে দিতে পারে না।’