জাতিসংঘ শান্তিরক্ষা মিশন: ১৪০ পুলিশ সদস্যের মালি যাত্রা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৪, ২০২৩, ০৪:৪১ পিএম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন: ১৪০ পুলিশ সদস্যের মালি যাত্রা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের লক্ষ্যে ১৪০ পুলিশ সদস্য বিশেষ ফ্লাইটযোগে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকো এবং তিম্বুক্ত রিজিয়নের গুন্দামের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

শুক্রবার (৩ মার্চ) মিশনে যাত্রা করেন তাঁরা।

মিশনগামী সদস্যদের মধ্যে ডেপুটি কমান্ডার মু. জালাল উদ্দিন ফাহিম পিপিএম-এর নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ এর নবম রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে কন্টিনজেন্ট দুটির অগ্রগামী দলের ১৪০ সদস্য মিশন এলাকায় গমন করেন।

বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ এর পুলিশ সদস্যগণ ২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। বিগত ২০১৭ সাল হতে পুলিশের ইউনিট মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস্ উইংয়ের কর্মকর্তাগণ তাঁদের বিদায় জানান।

Link copied!