জুলাই ২১, ২০২৩, ১০:২৬ এএম
সংগৃহীত ফাইল ছবি
গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করে অসন্তোষ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েটকে তলব করে অসন্তোষ প্রকাশ করেন।
ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েট। সংগৃহীত ছবি
বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, “আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডেকেছি। তবে দুর্ভাগ্যবশত তিনি না থাকায় ভারপ্রাপ্ত মিশনপ্রধান এসেছেন। আমরা তাকে বলেছি, ঢাকায় একটি দুর্ঘটনা ঘটেছে, কারা করেছে, আমরা জানি না। এখানে লোক তো মারাও যায়নি। তবে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে’।
ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, “জাতিসংঘের নাম ব্যবহার করে টুইট বার্তা দেওয়ার ক্ষেত্রে কোড অব কনডাক্ট (কূটনৈতিক শিষ্টাচার) আছে কি না, আমরা সেটাই তাদের কাছে জানতে চেয়েছি’।
পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করেছে। উন্নয়নের অংশীদার হয়ে জাতিসংঘের কাছ থেকে রাজনৈতিক মন্তব্য কাম্য নয়-এটাও জাতিসংঘ প্রতিনিধিকে জানানা হয়েছে। তবে বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে কিছু বলতে রাজি হয়নি জাতিসংঘের ওই প্রতিনিধি।
প্রসঙ্গত, হিরো আলমের ওপর হামলার ঘটনায় গত মঙ্গলবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস নিন্দা জানিয়ে টুইট করেন।