ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) শাখা ছাত্রলীগের হল কমিটির বিষয়ে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ চার নেতা এক জরুরী বৈঠক করেছেন। বৈঠকে জানুয়ারির মধ্যেই হল কমিটি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়।
কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সেই সুত্র বলেন, এই সিদ্ধান্তের বিষয়ে জাতীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে হল কমিটির দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, বুধবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কমিটি নিয়ে আলোচনা করেক ভিবিন্ন হলের প্রার্থীরা। আলোচনার এক পর্যায়ে তাদেরকে নুরুর মতো আচরণ করছে বলে ধমক দেন লেখক ভট্টাচার্য। তখন তাদের মাঝে বাকবিতন্ডা হয় বলে জানা যায়।
তারই প্রেক্ষিতে আজ বৈঠকে বসেন এই নেতারা।