জামালপুরে ইউএনও অফিসে আগুন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২২, ০৩:৪১ পিএম

জামালপুরে ইউএনও অফিসে আগুন

জামালপুরের সরিষাবাড়ীতে আজ রোববার সকাল সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে, তা জানা যায়নি। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ইউএনও উপমা ফারিসার কক্ষে সকাল সাতটার দিকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। পরে খবর দেওয়া হলে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার কাজ শুরু করেন। সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও জামালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩০ মিনিট পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ইউএনওর কক্ষের সব আসবাব ও গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে গেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জামালপুরের জেলা প্রশাসক মুর্শিদা জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। সরিষাবাড়ীর ইউএনও উপমা ফারিসা বলেন, অফিস কক্ষের সব আসবাবপত্র, গুরুত্বপূর্ণ ফাইল আগুনে পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত, তা তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

জামালপুরের জেলা প্রশাসক মুর্শিদা জামান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি করা হবে। সরিষাবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

Link copied!