জামালপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১১, ২০২২, ১০:০৪ পিএম

জামালপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

জামালপুর সদর উপজেলায় হেলেনা বেগম (৩৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মে) দুপুরে ওই গৃহবধূকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বুধবার (১১ মে) দুপুরে এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

নিহত গৃহবধূ উপজেলার চরগজারিয়া এলাকার জাবেদ মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে জাবেদ মিয়ার সঙ্গে প্রতিবেশী আনোয়ার হোসেনের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। দুপুর সাড়ে তিনটার দিকে ওই নারীকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

ময়নাতদন্তের জন্যে মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী জাবেদ মিয়া বাদী হয়ে ১২ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Link copied!