জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না হেলেনা জাহাঙ্গীর

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৭, ২০২১, ০৫:৪৯ পিএম

জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না হেলেনা জাহাঙ্গীর

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এই মামলায় জামিন পেলেও একাধিক মামলা থাকায় তার শিগগিরই মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই।

গত ২৯ জুলাই রাতে হেলেনা জাহাঙ্গীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওইসময় তার বাসা থেকে বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রা, অবৈধ ওয়াকিটকি সেট ও হরিণের চামড়া জব্দ করা হয়। 

পরে তার বিরুদ্ধে চারটি পৃথক মামলায় হেলেনা জাহাঙ্গীরের মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৩ আগস্ট পল্লবী থানায় করা টেলিযোগাযোগ আইনের মামলা ও মিরপুর থানায় করা প্রতারণা মামলায় ৪ দিন করে মোট ৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এছাড়া গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৩ দিন  করে মোট ৬ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত।

গত কয়েক বছর ধরেই বেশ সমালোচিত হেলেনা জাহাঙ্গীর। গত মাসে ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠনকে কেন্দ্র করে বিতর্কিত হন তিনি। ওই ঘটনার জেরে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়।

Link copied!