নভেম্বর ৯, ২০২১, ০৮:১৫ পিএম
জ্বালানি তেল ও বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে শাহবাগ মোড়ে প্রায় একঘন্টা অবস্থান নেয় বাম সংগঠনগুলো। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জড়ো হন বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জমায়েত হন।
এতে অংশ নেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি), বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট(মার্ক্সবাদ), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদের প্রায় শতাধিক নেতাকর্মী।
এই অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল। পরে ১২ টা ৪০ মিনিটে অবস্থান কর্মসূচি শেষ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘দেশে এখন তেলের রাজনীতি চলছে। এতে সাধারণ জনগণ ছাড়া সবাই লাভবান হচ্ছে। তেলের দাম বৃদ্ধির প্রভাব সারাদেশের মানুষকে ভোগাচ্ছে। জ্বালানি তেল এবং বাস ভাড়া বৃদ্ধি চক্রান্তের বিরুদ্ধে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসবে আমাদের আন্দোলন চলবে।’
ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অনিক রায় বলেন, ‘জ্বালানি তেলসহ সবকিছুর দাম বেড়ে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। এর সঙ্গে বৃদ্ধি পেয়েছে বাস ভাড়াও। এভাবে আর চলতে পারে না। আসুন একসাথে সরকারের অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করি, এই লড়াইয়ে আমরাই বিজয়ী হবো।’
এসময় আরো বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি শুভাশীষ চাকমা, ছাত্র ফেডারেশন সভাপতি (গণসংহতি) মিতু সরকার, গণতান্ত্রিক, বিপ্লবী ছাত্র মৈত্রীর ইকবাল কবীরসহ অনেকে।