ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৩ অক্টোবর) বেলা দেড়টার দিকে এ ঘটনায় একজন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন। তবে নিহতের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, বেলা দেড়টার দিকে ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় ওয়ারিংয়ের কাজ করার সময় ওয়ারিং মেশিন বিস্ফোরিত হয়ে একজন মারা গেছেন। অহত হয়েছেন আরও ৩ জন।
ঝিনাইদহ থানার ওসি আর ও বলেন, আহতদের মধ্যে একজনের হাত পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।