ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৬:০২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ছাত্র শিক্ষক মিলনায়তনে রাখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যটি গুম হয়ে গেছে। ওই ভাস্কর্যে কবি গুরুকে দেখা গিয়েছিল ভিন্ন রূপে। তাঁর মুখ টেপ দিয়ে বন্ধ। আর হাতে থাকা কাব্যগ্রন্থ গীতাঞ্জলিতে ঠুকে আছে পেরেক।
এবারের অমর একুশে গ্রন্থমেলা শুরুর দিনে ‘আদর্শ প্রকাশনী’কে স্টল না দেয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে গত মঙ্গলবার রাজু ভাস্কর্যের পাদদেশে রবীন্দ্রনাথের এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে ভাস্কর্যটি আর দেখা যাচ্ছেনা। ভাস্কর্যের স্থানে একটি সাদা ব্যানারে লিখা আছে 'রবীন্দ্রনাথ গুম হয়ে গেছেন'।
এই বিষয়ে জানতে চাইলে ভাস্কর্যটির একজন শিল্পী জুয়েল মিয়া দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, বৃহস্পতিবার সকাল বেলা যখন এখানে আসি তখন থেকেই দেখতে পাই ‘রবীন্দ্রনাথ’ নাই। গতকাল(বুধবার) রাত ১১টা পর্যন্ত আমরা ছিলাম। এর ফলে বলা যায় রাতের আধারেই ভাস্কর্যটিকে গুম করে ফেলা হয়েছে।”
তিনি আরও বলেন, রবীন্দ্রনাথের প্রতীকী ভাস্কর্যের মাধ্যমে বোঝানো হয়েছিল বাকস্বাধীনতা নেই। এই বিষয়টি যে সকল প্রতিষ্ঠান বা ব্যক্তি মনে করেছে তাদের জন্য একটি থ্রেট, একটি ভয়, মুখে কস্টেপ দেয়া রবীন্দ্রনাথ তাদের বিরুদ্ধে অনেক কিছু বলে ফেলেছে তারাই গুম করেছে। তবে সুনির্দিষ্ট প্রমান না থাকায় আমরা সরাসরি কাউকে দোষারোপ করতে পারছিনা।”
ভাস্কর্য গুম হওয়ার বিষয় সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “প্রথমত, এখানে কে বা কারা বিশাল আকারের একটি ভাস্কর্য বসিয়েছে তা আমরা জানিনা। যা রাজু ভাস্কর্যের সৌন্দর্য আরো কমিয়েছে। তবে এটি কে বা কারা সরিয়েছে সে সম্পর্কে জানিনা।”