টেকনাফের ইউএনওর ভাষা মাস্তানদের চেয়েও বাজে: হাইকোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২২, ০৮:৪১ পিএম

টেকনাফের ইউএনওর ভাষা মাস্তানদের চেয়েও বাজে: হাইকোর্ট

সাংবাদিককে গালাগাল করে বিতর্কে জড়ানো কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুর ভাষা মাস্তানদের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বলেন, “টেকনাফ ইউএনও যে ভাষা ব্যবহার করেছেন, তা আপত্তিকর, দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য। তার কথাগুলো সত্যি হলে, সেগুলো একজন মাস্তানের চেয়েও খারাপ। রং হেডেড পারসন ছাড়া আর কেউ এ ধরনের গালিগালাজ করতে পারেন না। একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে ইউএনওর শালীন ভাষা ব্যবহার করা উচিত ছিল।”

হাইকোর্ট বেঞ্চ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ও গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।

বেঞ্চ বলেন, “সাংবাদিকরা কোনো অন্যায় করলে বাংলাদেশ প্রেস কাউন্সিল বা আদালতে অভিযোগ করা যেতে পারে, কিন্তু আইন হাতে নেওয়া যাবে না।”

নিচু জমিতে সরকারি টাকায় সরকারি ঘর নির্মাণের সংবাদ প্রকাশ করায় একটি অনলাইন পোর্টালের প্রতিবেদককে গালাগাল করেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরু। এ গালাগালের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

Link copied!