ট্রাফিক পুলিশ মামলা দেওয়ায় বাইকে আগুন লাগিয়ে যুবকের প্রতিবাদ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২১, ১০:৫০ পিএম

ট্রাফিক পুলিশ মামলা দেওয়ায় বাইকে আগুন লাগিয়ে যুবকের প্রতিবাদ

রাজধানীর বাড্ডা থানা এলাকায় মামলা দিতে গেলে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে প্রতিবাদ করেছেন এক পাঠাও চালক। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে  রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মামলা দেওয়ায় নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে প্রতিবাদ করেন শওকত আলম সোহেল নামে এক যুবক।ঘটনার আগে রাইড শেয়ারিংয়ের জন্য ওই এলাকায় অনেকে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন। কর্তব্যরত ট্রাফিক সদস্যরা সেখানে গেলে অনেকে সেখান থেকে সরে যান। তবে শওকত আলী সেখানে থেকে যান। এসময় কাগজপত্র চেক করতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়- রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি মোটরসাইকেলে দাউ দাউ করে আগুন জ্বলছে। ক্ষুব্ধ একজন ব্যক্তিকে ওই মোটরসাইকেলেই হেলমেট ছুড়ে মারতেও দেখা যায়। আশপাশে থাকা অন্যরা মোটরসাইকেলে পানি দিতে চাইলে ওই ব্যক্তি তাদের বাধা দেন। কারও কথা না শুনে নিজের গাড়িতে আরো পেট্রোল দিতে থাকেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য  রিপোর্ট ডট লাইভকে বলেন, ট্রাফিক আইন অমান্য করায় দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট মামলা দেন। এতে তিনি ক্ষুব্ধ হন এবং নিজেই নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলের আগুন নেভানো হয়।

ওসি আরও বলেন, মোটরসাইকেল এবং এর চালককে থানায় নিয়ে কী কারণে তিনি এমন করেছেন তা জানতে চাওয়া হয়। পরে নিজের ভুল স্বীকার করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. রবিউল ইসলাম গণমাধ্যমে বলেন, ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে আগে থেকেই ট্রাফিক সদস্যদের বলা ছিল সকালবেলা যেন সেখানে কোনো মোটরসাইকেল না দাঁড়ায়। ঘটনাস্থলে রাইড শেয়ারিংয়ের (পাঠাও) একটি মোটরসাইকেল দাঁড়ালে ট্রাফিক পুলিশ সদস্যরা চালকের কাছে কাগজপত্র দেখতে চান। কিন্তু ওই চালক কাগজপত্র না দেখিয়ে উল্টো রেগে গিয়ে নিজের বাইকে আগুন ধরিয়ে দেন।

 

Link copied!