ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজ জয়ী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৩, ১০:০৭ পিএম

ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজ জয়ী

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ। তিনি জেলা জাতীয় পার্টির সভাপতি ও একই আসনের সাবেক সংসদ সদস্য।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট।

নির্বাচিত হওয়ার পর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এর আগেও আমি এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি। আবার জনগণ আমার ওপর আস্থা রেখেছেন। জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি আমি।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে।

Link copied!