ডিআইজি মিজানের জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২২, ০১:২৫ পিএম

ডিআইজি মিজানের জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

সাবেক ডিআইজি মিজানের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার এই আবেদন করে দুদক।

মিজানুরকে ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের মামলায় ৩ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। গত ১৩ এপ্রিল এই মামলায় মিজানুরকে ২ মাসের জামিন দেন হাইকোর্ট।

আদালতে মিজানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব শফিক। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে ৬ এপ্রিল ঘুষ লেনদেনের মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত ডিআইজি মিজানুর রহমানের খালাস চেয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

গত ৪ এপ্রিল নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়ের করেন ডিআইজি মিজানুর রহমান। আপিলে তিনি তিন বছরের সাজা থেকে খালাস চেয়েছেন।

গত ২৩ ফেব্রুয়ারি ঘুষ নেওয়ার কারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেন আদালত। এছাড়া বাছিরকে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়।

Link copied!