ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৮, ২০২২, ১০:৩৯ এএম

ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে গুলশানের পুলিশ প্লাজার উল্টোদিকের সড়কের পাশ থেকে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহানুর রহমান গণমাধ্যমকে বলেন, হাতিরঝিল এলাকার এক পথচারী আমাদেরকে ফোন দিয়ে জানায় এখানে একটি মরদেহ পড়ে আছে। পরে আমরা সকাল ৭টার দিকে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় এখনো পর্যন্ত বারীর পরিবার থেকে কোনো মামলা করা হয়নি।

তিনি আরও বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছি। তবে এখন পর্যন্ত কাউকে আমরা গ্রেপ্তার করতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

Link copied!