ড্রেনে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২১, ০৩:৪০ পিএম

ড্রেনে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলী এলাকায় রাস্তার পাশের অরক্ষিত ড্রেনে পড়ে শিক্ষার্থী সেহেরিন মাহবুব সাদিয়ার (১৯) মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক), চিলড্রেন্স চ্যারিটি বাংলাদেশ (সিসিবি) ফাউন্ডেশন এবং ওই শিক্ষার্থীর মামা জাহিদ উদ্দিন বেলাল আইনজীবীর মাধ্যমে রিট আবেদন করেন।

জনগণকে দুর্ঘটনা থেকে বাঁচাতে প্রতিটি নির্মাণাধীন এলাকায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সিটি করপোরেশনের প্রতি আদালতের নির্দেশনা চাওয়া হয় আবেদনে।

আবেদনে উল্লেখ করা হয়, চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থী সাদিয়ার সিটি করপোরেশনের দায়িত্ব অবহেলার কারণে মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, আগ্রাবাদে নবী টাওয়ারের কাছাকাছি নাছিরছড়া খালে পড়ে তলিয়ে যায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া। পাঁচ ঘণ্টার চেষ্টায় কয়েক টন আবর্জনার স্তূপ সরিয়ে ১৯ বছর বয়সী সাদিয়ার লাশ উদ্ধার হয়।

Link copied!