ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২২, ১০:২৫ এএম

ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজধানীর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।এরই মদ্যে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে কতক্ষণ পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে তা জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবারভোর ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কুমিল্লা রেলওয়ে স্টেশনের কর্মকর্তা মো. লিয়াকত আলী মজুমদার গণমাধ্যমে বিষেয়টি নিশ্চিত করেছেন। 

নোয়াখালী রেলওয়ে সূত্রে জানা গেছে, বগি  লাইনচ্যুত হওয়ার ঘটনায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে এবং শশিদল স্টেশনে তুর্ণা নিশিতা এক্সপ্রেস আটকা পড়েছে।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের কর্মকর্তা মো. লিয়াকত আলী মজুমদার গণমাধ্যমে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন ভোর ৪টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।” এই তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে বলেও তিনি জানান।  

Link copied!