ঢাকার প্রথম মেয়র আবুল হাসনাত আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৭:৫৬ পিএম

ঢাকার প্রথম মেয়র আবুল হাসনাত আর নেই

ঢাকার প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত আর নেই। ইন্নালিল্লাহি ওইয়ান্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টায় লন্ডনে নিজের বাসায় ইন্তেকাল করেন তিনি। এদিন বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

প্রসঙ্গত, এরশাদ সরকারের আমলে ঢাকা পৌর করপোরেশনের প্রথম মেয়র নিযুক্ত হন ব্যারিস্টার আবুল হাসনাত। ৩ ডিসেম্বর ১৯৯০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিনি এ পদে ছিলেন। একই বছরের ডিসেম্বরে ঢাকা পৌর কপোরেশন ঢাকা সিটি করপোরেশনে রূপান্তরিত হয়।

শায়রুল কবির জানান, ১৯৭৮ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে দলের প্রথম কমিটির সদস্য ছিলেন ব্যারিস্টার আবুল হাসনাত। রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার এবং এইচ এম এরশাদের মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার হাসনাত।

এরশাদের পতনের পরপরই জাতীয় পার্টি ছেড়ে ব্যারিস্টার হাসনাত আবারও বিএনপিতে যোগ দেন এবং স্থায়ী কমিটির সদস্য হন। ১৯৯৬ সালে বিএনপির মনোনয়ন নিয়ে ঢাকা-৮ আসনে প্রতিদ্ন্দ্বিতা করে হাজী সেলিমের কাছে পরাজিত হন।

Link copied!