বায়ুর মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ছুটির দিন শুক্রবারও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’। বিশ্বের নগরগুলোর মধ্যে আজ যদিও ঢাকার অবস্থান ৭। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে একিউআইয়ে ঢাকার স্কোর ১৭৭। আজ একই সময়ে এ তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের শহর করাচি মুম্বাই (২২৯)।
আইকিউ এয়ার ইনডেক্সে গত জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে ছিল ঢাকাবাসী। এ মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুমান ছিল দুর্যোগপূর্ণ, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবারও (গতকাল) ঢাকা ছিল বায়ুদূষণের শীর্ষে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর ১০১ থেকে ২০০-এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
একিউআই স্কোর ৩০০-এর বেশি হলে তা মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে বিবেচিত হয়।
আরও পড়তে পারেন: দূষণের নগরী থেকে হতাশার নগরী ঢাকা