তত্ত্বাবধায়ক হাসিলে আওয়ামী লীগের পথেই হাটবে বিএনপি

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৯, ২০২১, ০৪:৩৬ পিএম

তত্ত্বাবধায়ক হাসিলে আওয়ামী লীগের পথেই হাটবে বিএনপি

তত্ত্বাবধায়ক সরকার হাসিল করতে আওয়ামী লীগ জামায়াতকে সঙ্গে নিয়ে যা করেছে বিএনপিও তাই করবে। এটি দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই। মঙ্গলবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘আমি ভোট দিতে চাই’ শীর্ষক মানববন্ধনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার যদি না দেয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগ যা করেছিল আমরাও তাই করবো। আওয়ামী লীগ ও জামায়াত মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল, আমরাও তাই করব’।

তিনি আরো বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। তবেই ভোটের অধিকার ফিরে পাওয়া যাবে। অন্যথায়, এই সরকার জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবে না’।  

দেশে কেবল গুটি কয়েক মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হচ্ছে না বলে উল্লেখ করে আব্দুস সালাম বলেন, ‘দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার। আর তত্ত্বাবধায়ক সরকার আনতে হলে আন্দোলন ছাড়া অন্য কোন রাস্তা নেই। 

বিএনপির এই নেতা আরো বলেন, এই লড়াই শুধু বিএনপি জন্য নয়, এটি দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই’। তিনি বলেন, আমাদের পরিষ্কার কথা। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। দেশের জনগণের ভোটের অধিকার বিশ্বাস করি। দেশের উন্নয়নে বিশ্বাস করি। দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করি।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আব্দুস সালাম আরও বলেন, ‘শেখ হাসিনা বলেছেন বিএনপিকে কে ভোট দেবে। সেটাতো তার দেখার বিষয় নয়। কে ভোট দেবে তা দেখার জন্য আপনি সুষ্ঠু নির্বাচন দেন, দেখবেন কে ভোট দেয়’।

এসময় তিনি বলেন, বিএনপিকে যদি কেউ ভোট না দেয়, তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে সমস্যা কোথায়? তাহলে তো বিএনপিকে ভয় পাওয়ার কোন কারণ নাই। বিএনপিকে এত ভয় পান কেন?

Link copied!