তিতাস নদী দখলকারীদের তালিকা জমার নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২১, ১২:৫৭ এএম

তিতাস নদী দখলকারীদের তালিকা জমার নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর জমি দখলকারী ব্যক্তিদের নামের তালিকা তৈরি করে ৯০ দিনের মধ্যে আদালতে জমা দিতে জাতীয় নদী সংরক্ষণ কমিশনকে (এনআরসিসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নদী দূষণ রোধে এবং সীমানা নির্ধারণে তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না চার সপ্তাহের মধ্যে বিবাদীদের তা ব্যাখ্যা করতে একটি রুলও জারি করেছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী এ কিউ এম সোহেল রানার প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে করা জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রুলের বিবাদী করা হয়েছে ভূমি, বন ও পরিবেশ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং এনআরসিসির চেয়ারম্যান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও ডিওই কার্যালয়ের উপ-পরিচালককে।

Link copied!