পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিল সরকার। অবসর পাওয়া তিন পুলিশ কর্মকর্তা হলেন, মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী, দেলোয়ার হোসেন মিঞা এবং মির্জা আবদুল্লাহেল বাকী।
বাধ্যতামূলক অবসর দেওয়া পুলিশ সুপারদের মধ্যে দুইজন বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং অন্যজন ১৫তম ব্যাচের কর্মকর্তা।
তথ্যসচিব মকবুল হোসেনের পর এই তিন পুলিশ সুপারকে অবসরে পাঠালো সরকার। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে এই পুলিশ কর্মকর্তাদের চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠানোর কথা জানানো হয়।
তিনটি প্রজ্ঞাপনের ভাষ্যই ছিল এক। তাতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’
রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন এই আদেশে সই করেছেন।
প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সচিব মকবুল হোসেনকে কেন এভাবে অবসরে পাঠানো হলো, তা নিয়ে নানা আলোচনা চলছে। তবে এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কেউ স্পষ্ট করে কিছু বলেননি।
এই পুলিশ কর্মকর্তাদেরও কেন চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠানো হলো, সে বিষয়েও কিছু জানা যায়নি। এরমধ্যে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর), মো. দেলোয়ার হোসেন মিঞা এবং মীর্জা আবদুল্লাহেল বাকী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হিসেবে কর্মরত।
বাধ্যতামূলক অবসরে পাঠানো এই তিন কর্মকর্তার মধ্যে ভালো কাজের স্বীকৃতিও আছে। এরমধ্যে মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী পিপিএম এবং মির্জা আবদুল্লাহেল বাকী পিপিএম (সেবা) পদকপ্রাপ্ত।