তৈমূর কাকার সহযোগিতা ও পরামর্শ নিয়ে কাজ করবো

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২২, ১০:৩৭ এএম

তৈমূর কাকার সহযোগিতা ও পরামর্শ নিয়ে কাজ করবো

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে হেরে যাওয়া স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের সহযোগিতা ও পরামর্শ নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বেসরকারিভাবে নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী।

রবিবার (১৬ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চেয়ারম্যান বাড়ীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

টানা তৃতীয়বার জয়ের পর ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, “তৈমূর কাকার বাসায় মিষ্টি নিয়ে যাবো। তার পরামর্শ নিয়ে কাজ করবো। কাকা আগেও সহযোগিতা করেছেন।”

নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইভী বলেন, ‘এই জয় মুক্তিযোদ্ধাদের জন্য। এই জয়ে আবারও প্রমাণ হলো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা জানান আইভী। বলেন, “কৃতজ্ঞতা জানাচ্ছি নেত্রীর প্রতি, যিনি আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। জনসাধারণ, ভোটার ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা; যারা জীবন বাজি রেখে আমার জন্য কাজ করেছেন।”

নারায়ণগঞ্জ সিটি করপোরেশ (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।

রবিবার  সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে নাসিক নির্বাচনের ভোটগ্রহণ। এবারের  নির্বাচনে সব কেন্দ্রেই ইভিএমে ভোট নেওয়া হয়। কোনো ধরণের অঘটচনা ছাড়াই নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মোট ভোটার ছিল ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৮ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার।

Link copied!