থানচি বাজারে আগুন, পুড়ে ছাই ৩০টিরও বেশি দোকান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২৩, ১১:২৩ এএম

থানচি বাজারে আগুন, পুড়ে ছাই ৩০টিরও বেশি দোকান

বান্দরবানের থানচি উপজেলায় বাজারে ভয়াবহ আগুন লেগে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ১০টা ৫৫মিনিটে। থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  

থানচি ফায়ার সার্ভিসের সাব স্টেশন কর্মকর্তা মো. ইসমাইল মিয়া দ্য রিপোর্ট ডট লাইভকে এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

আগুন লাগার স্পট থেকে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা মুঠোফোনে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে থানচি বাজারের টিএন্ডটি পাড়ার একটি চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে থানচি ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয় জনগণ ও ফায়ার-ফাইটারদের পরিশ্রমে সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”

থানছি শাখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা আরও বলেন, “আগুন নেভার পর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান এখন আগুনের ক্ষয়ক্ষতির বিবরণ তৈরি করছে।” তাদের বরাত দিয়ে মো. ইসমাইল মিয়া জানান, এখন পর্যন্ত ৩০টিরও বেশি দোকান পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।  

Link copied!