ঢাকা-১৭ আসনের উপনির্বাচন

দলমত নির্বিশেষে আমি সবার সেবা করবো: নির্বাচনি প্রচারণায় মোহাম্মদ এ আরাফাত

নিজস্ব প্রতিবেদক

জুন ২৬, ২০২৩, ০৮:২৮ পিএম

দলমত নির্বিশেষে আমি সবার সেবা করবো: নির্বাচনি প্রচারণায় মোহাম্মদ এ আরাফাত

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রতীক বরাদ্দের পর নির্বাচনি প্রচারণা নেমেছেন আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

সোমবার (২৬ জুন) রাজধানীর ভাষানটেকে এলাকায় নির্বাচনি প্রচারণা চালান তিনি। 

প্রচারণায় দল-মত নির্বিশেষে সবাইকে ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানিয়ে অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেন, এটা উপনির্বাচন বলে হেলাফেলার সুযোগ নেই। 

তিনি আরও বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার দেয়া দায়িত্বগুলো পালনের চেষ্টা করব। দীর্ঘ ২০ বছরের অধিক সময় ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের কোনো জন প্রতিনিধি ছিলেন না। এর আগে ফারুক সাহেব ছিলেন, তবে তিনি দীর্ঘদিন অসুস্থ থাকায় ১৯ নম্বর ওয়ার্ডের নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা সম্ভব হয়নি।

অধ্যাপক আরাফাত বলেন, কথা দিচ্ছি আপনারা যদি আমাকে সমর্থন দেন আপনাদের সেবা করার সুযোগ পাই, তবে আপনাদের অসুবিধাগুলো আমার সাধ্যমতো সমাধানের চেষ্টা করব। এটা একটা বড় চ্যালেঞ্জ, গোটা বিশ্বকে আমরা ঢাকা ১৭ আসনের নির্বাচনের মধ্যদিয়ে দেখিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভোট দেয়।’ আমাকে ভোট দেন বা না দেন, দলমত নির্বিশেষে আমি সবার সেবা করে যাব।

নির্বাচনি প্রচারণায় অংশ নেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। ১৭ আসনের সব ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

প্রচারণায় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

Link copied!