দলীয় পরিচয়ের কারণে অপরাধীকে প্রশ্রয় দেয়া হবে না: ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২০, ২০২১, ০৫:২০ পিএম

দলীয় পরিচয়ের কারণে অপরাধীকে প্রশ্রয় দেয়া হবে না: ওবায়দুল কাদের

 

দলীয় পরিচয়ের কারণে কোনো অপরাধীকে প্রশ্রয় দেয়া হবে না। এবং বরিশালের ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে মর্মে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (২০ আগস্ট) শুক্রবার এক বিবৃতিতে এসব জানান। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব জানানো হয়েছে।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদাই আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। দলীয় পরিচয়ের আড়ালে কোনো অপরাধী কোনোদিন প্রশ্রয় পায়নি, পাবেও না। বরিশালের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজেই জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছেন এবং অনেকেই গ্রেপ্তার হয়েছে। অথচ বিএনপির আমলে রাষ্ট্রীয় সন্ত্রাসের দুঃসহ স্মৃতি জাতি এখনও ভোলেনি’।

বিবৃতিটিতে ওবায়দুল কাদের শোকাবহ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান।

 

 

Link copied!