আওয়ামী লীগে নিজেদের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১৫

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৯, ২০২১, ০৩:০০ পিএম

আওয়ামী লীগে নিজেদের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১৫

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পাবনার এক ইউনিয়ন পরিষদ নির্বচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে ৫জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার(২৮ অক্টোবর) রাত ১০ টার দিকে সুজানগর থানার হাটখালী ইউনিয়নের বারভাগিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গোলাগুলি এবং বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

গুলিবিদ্ধরা হলেন- হাটখালী ইউনিয়নের বারভাগিয়া গ্রামের আজাহার আলী মোল্লা (৬৫), আজগর আলী মোল্লা (৬০), খাইরুল ইসলাম (৪০), রেহেনা খাতুন (৩৫) ও জোবায়ের হোসেন।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দ্য রিপোর্ট ডট লাইভকে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও হাটখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফিরোজ আহমেদ খান  গণমাধ্যমে বলেন, বৃহস্পতিবার রাতে বারভাগিয়া গ্রামে নৌকার প্রার্থীর পাঠানো সমর্থকরা এসে হামলা ও ভাঙচুর চালায়। রাতে অতর্কিতভাবে সাধারণ লোকজনের ওপর গুলি করলে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়। পরে সন্ত্রাসীদের ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার নুরুউদ্দিনপুর বাজারে তার একটি নির্বাচনী অফিস ভাঙচুর করে।

তবে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আব্দুর রউফ বিষয়টি অস্বীকার করে গণমাধ্যমে বলেন, এ ধরনের ঘটনা হাটখালী ইউনিয়নে ঘটেনি। আমার জনপ্রিয়তা ও নিশ্চিত বিজয় দেখে অপপ্রচার চালানো হচ্ছে।

সুজানগর থানার ওসি মিজানুর রহমান এ বিষয়ে দ্য রিপোর্টকে বলেন, ‘বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

থানার এই কর্মকর্তা আরও বলেন, চারজনকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও তিনি জানান।

প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর সুজানগর উপজেলার ১০ ইউনিয়নে ভোট গ্রহণ হবে। উপজেলার হাটখালী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েছেন আব্দুর রউফ। তবে দলের এই সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন  উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ খান।

Link copied!