দিনাজপুরে ঈদের জামাতে ৩ লাখ মুসল্লি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২২, ১১:২৫ এএম

দিনাজপুরে ঈদের জামাতে ৩ লাখ মুসল্লি

উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এই নামাজে এক সঙ্গে প্রায় ৩ লাখ মুসল্লি অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন ঈদগাহ কমিটি। সকাল সাড়ে ৮ টায় ঈদুল আযহার নামাজের জামায়াত শুরু হয়। ইমামতি করেন মওলানা শামসুল হক কাসেমী।  

জামায়াতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ  সবশ্রেণী-পেশার মুসল্লিরা অংশ নেন।  দিনাজপুরের ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলার মুসল্লিরা যানবাহনের মাধ্যমে নামাজে অংশ নিতে আসেন।

পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ঈদের নামাজ অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ১ হাজার জন অস্ত্রধারী পুলিশ সদস্য মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে। 

২০১৭ সাল থেকে এই  ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। গত রোজার ঈদে এই ঈদগাহে ৫ থেকে  ৬ লাখ মুসল্লী ঈদের নামায আদায় করেন। 

Link copied!