দিনাজপুরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৯, ২০২২, ০৩:০০ পিএম

দিনাজপুরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

বাল্যবিয়ে প্রতিরোধে দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাল্যবিয়েকে ‘না’ বলে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা। শনিবার (২৮ মে) দিনাজপুরে এ সচেতনতামূলক সভার আয়োজন করে সদর উপজেলা শাখার শুভসংঘের সদস্যরা।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমরা এখন মনোযোগ দিয়ে লেখাপড়া কর। তোমাদের এখন দৃঢ় প্রত্যয়, সচেতন হতে হবে। যে মেয়েটি তার মেধা ও সৃজনশীলতা দিয়ে অনেক দূরে যেতে পারে, তাকে অল্প বয়সে বিয়ে দেওয়া মানেই একটি স্বপ্নের মৃত্যু। এটা  কোনোভাবেই করা যাবেনা। তোমাদের এখন যে বয়স চলছে। এ বয়সটি তোমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে।  তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সব মানুষকে এগিয়ে আসতে হবে।

 

Link copied!