দুই কাউন্সিলরকে এসএসসি পাস করাতে পরীক্ষা দিচ্ছিল দুই কিশোর

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২২, ১২:৫২ এএম

দুই কাউন্সিলরকে এসএসসি পাস করাতে পরীক্ষা দিচ্ছিল দুই কিশোর

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার দুই কাউন্সিলরকে এসএসসি পাস করাতে দুই কিশোর পরীক্ষা দিচ্ছিল।

শুক্রবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোহরদী ইউনিয়নের চাঁদহাট গ্রামে সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজল শেখ (৪৫) এবং একই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম (৪৪)। পাশাপাশি কাজল শেখ ওই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং শরিফুল ইসলাম ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি। তাদের দুজনের হয়ে দুই কিশোর পরীক্ষা দিচ্ছিল।

জানা গেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিল দুই কাউন্সিলর। কিন্তু তাঁদের হয়ে পরীক্ষা দিচ্ছিল দুই কিশোর। ভ্রাম্যমাণ আদালত বিষয়টি হাতেনাতে ধরে ওই দুই কাউন্সিলরকে পরীক্ষার্থী হিসেবে বহিষ্কার করেছেন।

বেলা তিনটার দিকে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম রাজী। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরীক্ষায় ‘প্রক্সি’ দেওয়া ওই দুই কিশোরের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া কেন্দ্রের সচিবের কাছে ওই কেন্দ্রের তিন শিক্ষককে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

ইউএনও ইমাম রাজী বলেন, ওই দুই কিশোরকে চ্যালেঞ্জ করলে তারা জানায়, তারা নিজেরা পরীক্ষার্থী নয়, তারা একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তারা দুজন মুকসুদপুর পৌরসভার দুই কাউন্সিলরের হয়ে পরীক্ষা দিচ্ছিল।

বহিষ্কারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পৌর কাউন্সিলর কাজল শেখ (৪৫)। তবে তিনি দাবি করেন, দেখে লেখার জন্য তাঁদের দুই কাউন্সিলরকে বহিষ্কার করা হয়েছে।

Link copied!