দুই দলের সঙ্গে ইসির সংলাপ আজ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২২, ০৩:৩২ পিএম

দুই দলের সঙ্গে ইসির সংলাপ আজ

আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জেপি ও আইভি আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে আজ সোমবার সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে, এই দুটি দল যথাসময়ে সংলাপে অংশ নিতে না পেরে সময় চেয়েছিল।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান।

উল্লেখ্য, গত ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩৯টি দলকেই সংলাপে আসাতে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। তবে বিএনপিসহ ৯টি দল সংলাপে অংশ নেয়নি।

যেসব দল সংলাপে অংশ নেয়নি- বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), লিবারেল ডেমোক্রেটিক পার্টি ( এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি ( বিজেপি) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

Link copied!