দুর্ঘটনা নাকি তাদের নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে: ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২৩, ১২:৫২ পিএম

দুর্ঘটনা নাকি তাদের নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে: ওবায়দুল কাদের

সম্প্রতি ঘটে যাওয়া একের পর এক বিস্ফোরণের ঘটনা দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “ আন্দোলনে ব্যর্থ হয়ে তারা (বিএনপি) নাশকতার পথে হাঁটছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।”

বুধবার সকালে আওয়ামী লীগের সাথে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং সহযোগী সংগঠনের নেতাদের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “দেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা প্রধানমন্ত্রীর নির্দেশে তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই সময়ে এ ধরণের ঘটনা রহস্যজনক।”

প্রসঙ্গত, এর আগে গত শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের সিতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার কেশবপুর গ্রামে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে সাতজন নিহত হন এবং ৩০ জন গুরুতর আহত হন।

এ বিস্ফোরণের পরের দিন (৫ মার্চ) রাজধানীর সায়েন্সল্যাবের শিরিন ম্যানসনের বিস্ফোরণে ৩ জন নিহত হন। এর একদিন পর মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

সাম্প্রতিক এসব বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহতের ঘটনায় আবারও সামনে এসেছে একটি প্রশ্ন- এ ধরণের দুর্ঘটনার পেছনে দায় কাদের?
সাম্প্রতিক এসব বিস্ফোরণের আগেও কয়েক বছরে বড় ধরণের বিস্ফোরণের খবর গণমাধ্যমের শিরোনাম হয়েছে। তবে সবকটি বিস্ফোরণের ক্ষেত্রে 'জমে থাকা গ্যাসের' বিষয়টিকে দায়ী করা হচ্ছে। এর মধ্যে কয়েকটির দুর্ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। যে কটির তদন্ত প্রতিবেদন সামনে এসেছে সেখানে বিস্ফোরণের পেছনে মূলত দায়ী করা হয়েছে ভবন বা প্রতিষ্ঠানের মালিককে।

ঘটনার তদন্তে কর্তৃপক্ষের অবহেলার সত্যতা পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোন ব্যবস্থা নিতে দেখা যায় না। বেশিরভাগ সময় দায় চাপিয়ে দেয়া হয় ভবন মালিকের উপর। অন্যদিকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দাবি করা হয়, জনগণের অসচেতনতার কারণেই বার বার এ ধরণের ঘটনা ঘটছে। দুর্ঘটনার আগে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না।

Link copied!