দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২২, ২০২১, ১১:০৭ এএম

দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপির চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত দলীয় সমাবেশ চলছে। সোমবার (২২ নভেম্বর) সকাল দশটায় এ সমাবেশ শুরু হয়েছে। 

বিক্ষোভ লাইভ দেখতে ক্লিক করুন

ডিসি কার্যালয়ে স্মারকলিপি দিবে বিএনপি

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী ২৪ শে নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেবে বিএনপি। সোমবার ২২ নভেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মহাসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

সারাদেশে পালিত হচ্ছে এই কর্মসূচী

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গত ২০ নভেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দিনব্যাপি গণঅনশন শেষে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমাবেশের ডাক দেনে। একই সঙ্গে সারাদেশে  জেলা ও মহানগরে এ কর্মসূচি পালন করছে দলটি।

সকাল থেকেই নেতা কর্মীদের ভীড়

এদিনে সকাল ৯টা থেকেই দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন প্রেসক্লাবের সামনে। এরপর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। এ সময় সবাইকে খালেদা জিয়ার মুক্তি চাই বলে স্লোগান দিতে শোনা গেছে।

উপস্থিত কেন্দ্রীয় নেতারা

সকাল দশটা নাগাদ সমাবেশে উপস্থিত হয়েছেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, আব্দুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন প্রমুখ।

Link copied!