কোভ্যাক্স এর আওতায় জাপান সরকারের শুভেচ্ছা উপহার হিসাবে পাঠানো ২ লাখ ৪৫ হাজার ডোজ করোনার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে এসে পৌঁছেছে।
আজ শনিবার (২৪ জুলাই) বেলা পৌনে ৩টায় টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
দেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো’র কাছ থেকে এই টিকার চালান গ্রহণ করেন। এ সময় ঢাকায় নিযুক্ত জাপান দূতাবাসের কর্মকর্তারা এবং স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে বলেন, ‘ইতোমধ্যে আস্ট্রাজেনেকার টিকা এসে পৌঁছেছে।’
এসময় জাপানের রাষ্ট্রদূত বলেন, আগামী ১ মাসের মধ্যে আরও প্রায় ২৮ লাখ টিকা জাপান থেকে বাংলাদেশে আসবে।
উল্লেখ্য, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। জাপানের উপহার পাবে এমন দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। তালিকা অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা পাবে বাংলাদেশ। এরই প্রথম চালান এলো আজ।
প্রসঙ্গত, কোভ্যাক্স সুবিধার আওতায় এর আগে গত দুই এবং তিন জুলাই দেশে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা এসেছে ২৫ লাখ ডোজ আর ফাইজার বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে এসেছে।