দেশে প্রত্যাশিত গড় আয়ু কমে ৭২ দশমিক ৩ বছর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৩, ০৭:৩৯ পিএম

দেশে প্রত্যাশিত গড় আয়ু কমে ৭২ দশমিক ৩ বছর

দেশে প্রত্যাশিত গড় আয়ু কমে দাড়িয়েছে ৭২ দশমিক ৩ বছর বা ৭২ বছর ৩ দশমিক ৬ মাস। ২০২০ সালের জরিপে প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর। তার আগে ২০১৯ সালে ছিল ৭২ দশমিক ৬ বছর। এর পাশাপাশি বেড়েছে মানুষের মৃত্যুর হার। এক্ষেত্রে স্থূল মৃত্যুহার প্রতি হাজারে ৫ দশমিক ৭ জন। ২০২০ সালে ছিল ৫ দশমিক ১ জন।

বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২১ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ভবনে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করা হয়।

বিবিএস  মহাপরিচালক মতিয়ার রহমানের সভাপতিত্বেতে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। মূল প্রবন্ধ উপস্থান করেন প্রকল্প পরিচালক আলমগীর হোসেন।

প্রতিবেদনে বলা হয়, এক বছরের নিচের বয়সী শিশু মৃত্যুহার প্রতি হাজারে মোট ২২ জন, যা ২০২০  ছিল ২১ জন। এর মধ্যে পুরুষ প্রতি হাজারে ২৩ জন ও নারী ২১ জন।

অভ্যন্তরীণ মাইগ্রেশনের ক্ষেত্রে প্রতিবেদনে বলা হয়েছে, পল্লী হতে পল্লীতে স্থানান্তর প্রতি হাজারে ৩১ দশমিক ৯ জন, যা ২০২০ ছিল ৩২ দশমিক ৭ জন। শহর হতে পল্লীতে স্থানান্তর ৮ জন, যা ২০২০ সালে ছিল ৪ দশমিক ৭ জন। এক্ষেত্রে শহর থেকে গ্রামে মানুষের ফিরে যাওয়া বেড়েছে। শহর এলাকার অর্থাৎ শহরের মধ্যেই স্থানান্তর ১২৫ দশমিক ৯ জন, যা ২০২০ সালে ছিল ১০৯ দশমিক একজন।

পল্লী হতে শহরে স্থানান্তর ৩০ দশমিক ৮ জন, যা ২০২০ সালে ছিল  ৩১ দশমিক ৩ জন। শহর হতে শহরে স্থানান্তর ৯৫ দশমিক ১ জন, যা ২০২০ সালে ছিল ৭৭ দশমিক ৮ জন। বহির্গমন হার প্রতিহাজারে ৫৫ দশমিক ৯ জন, যা ২০২০ সালে ছিল ৭০ দশমিক ৩ জন।

প্রতি পরিবারের (খানা) গড় সদস্য সংখ্যা ৪ দশমিক ৩ জন। এটি আগের জরিপেও একই ছিল। খানা প্রধানের শতকরা পুরুষের হার ৮৪ শতাংশ, অর্থাৎ  ৮৪ শতাংশ পরিবারের প্রধান হচ্ছেন পুরুষ। যেটি ২০২০ সালে ৮৫ শতাংশ। এক্ষেত্রে কমেছে। কিন্তু মহিলা প্রধানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ শতাংশ, যা ২০২০ সালে ছিল ১৫ শতাংশ।

পরিবারের বৈশিষ্ট সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাপ এবং নলকূপের খাবার পানি ব্যবহার করে শতকরা ৯৭ শতাংশ মানুষ, যা ২০২০ সালে ছিল ৯৮ দশমিক ৩ শতাংশ। উন্নত উৎস হতে খাবার পানি ব্যবহার করে ৯৮ দশমিক ২ শতাংশ। নিরাপদ খাবার পানি ব্যবহার করে ৭৩ দশমিক এক শতাংশ। বিদ্যুৎ ব্যবহার করে শতকরা ৯৬ দশমিক ৯ শতাংশ, যা ২০২০ সালে ছিল ৯৬ দশমিক ২ শতাংশ। সোলার ব্যবহার করে ২ দশমিক ৩ শতাংশ, যা ২০২০ সালে ছিল ২ দশমিক ৪ শতাংশ। স্যানিটারি টয়লেট ব্যবহার করে শতকরা ব্যবহার করে ৮৫ দশমিক ৮ শতাংশ, যা ২০২০ সালে ৮১ দশমিক ৫ শতাংশ। উন্মুক্ত স্থানে মল ত্যাগ করে ১ শতাংশ, যা ২০২০ সালে ছিল ১ দশমিক ৩ শতাংশ।

দেশের ৭ বছর থেকে তার উপরে সাক্ষরতার হার শতকরা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৪ শতাংশ, যা ২০২০ সালে ৭৫ দশমিক ২ শতাংশ। পুরুষের শতকরা হার ৭৮ দশমিক ৬ শতাংশ, যা ২০২০ সালে ৭৭ দশমিক ৪ শতাংশ। মহিলা ৭৪ দশমিক ২ শতাংশ, যা ২০২০ সালে ছিল ৭২ দশমিক ৯ শতাংশ।

১৫ বছর ও তার উপরে জনসংখ্যার সাক্ষরতার হার শতকরা কমে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ১ শতাংশ, যা ২০২০ সালে ছিল ৭৫ দশমিক ৬ শতাংশ। এরমধ্যে পুরুষের হার ৭৭ শতাংশ, যা ২০২০ সালে ছিল ৭৮ দশমিক ২ শতাংশ। মহিলা ৭১ দশমিক ২ শতাংশ, যা ২০২০ ছিল ৭৩ শতাংশ।

গত বছরের জানুয়ারি মাস পর্যন্ত দেশের জনসংখ্যা ছিল ১৭ কোটি ১২ লাখ ৯৭ হাজার জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৬৪ লাখ ৫৩ হাজার জন এবং মহিলা ৮ কোটি ৬৪ হাজার ৫৪ জন। প্রতিবেদনে বলা হয়েছে দেশের মোট জনসংখ্যার মধ্যে মুসলমানের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮৯ শতাংশ, যা ২০২০ সালে ছিল ৮৮ দশমিক ৪ শতাংশ। হিন্দুসহ অন্যান্যরা কমে হয়েছে ১১ শতাংশ, যা ২০২০ সালে ছিল ১১ দশমিক ৬ শতাংশ। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার বেড়েছে। ২০২১ সালের জরিপে এটি দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৬ শতাংশে,যেটি ২০২০ সালের জরিপে ছিল ৬৩ দশমিক ৯ শতাংশ। এক্ষেত্রে দেখা যায় গ্রাম ও শহর উভয় ক্ষেত্রেই বেড়েছে। পল্লীতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে ৬৫ দশমিক ৭ শতাংশ, যা আগের বছর ছিল ৬৩ দশমিক ১ শতাংশ। শহরে ব্যবহার কওে ৬৫ শতাংশ, যা আগের জরিপে ছিল ৬৪ দশমিক ৭ শতাংশ। এছাড়া জন্ম নিয়ন্ত্রণের আধুনিক পদ্ধতি ব্যবহার করে৬৫ দশমিক ৬ শতাংশ। সনাতন পদ্ধতি ব্যবহার কওে এক শতাংশ দম্পত্তি।

প্রধান অতিথির বক্তব্যে এম,এ,মান্নান বলেন, এটি একটি গুরুত্বপূর্ন জরিপ। তাই এটি আগামীতে প্রকল্পের আওতায় না কওে বিবিএস এর রাজস্ব খাত থেকে নিয়মিতভাবে পরিচালিত করা হবে। এ প্রতিবেদনের মাধ্যমে দেশের হাড়ি’র খবর উঠে এসেছে।

Link copied!