দেশে বিদ্যুতের মূল্য অন্য দেশের তুলনায় অনেক কম: তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২৩, ০৫:৩৮ পিএম

দেশে বিদ্যুতের মূল্য অন্য দেশের তুলনায় অনেক কম: তথ্যমন্ত্রী

ভারতসহ বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের মূল্য কম বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।বৃহস্পতিবার (২ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীর প্রায় সব দেশেই মূল্যস্ফীতি বেড়েছে।  বিদ্যুতের মূল্যস্ফীতিও অন্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক কম।”

বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ঘটেছে উল্লেখ করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা পৃথিবীর মানচিত্র আড়াল করে, শুধু বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ে কথা বলেন।বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় আমাদের দেশে মূল্যস্ফীতি কম। প্রতিবেশী দেশ ভারতের তুলনায় দেশে বিদ্যুতের মূল্যস্ফীতি কম।”

বিশ্বের বেশ কয়েকটি দেশের বিদ্যুতের মূল্যচিত্র তুলে ধরে ড. হাছান মাহমুদ বলেন, “বাংলাদেশে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ৭ টাকা ৩২ পয়সা। ভারতের দিল্লিতে বাংলাদেশি টাকায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১১ টাকা ১৫ পয়সা, মহারাষ্ট্রে ১১ টাকা ৩৩ পয়সা এবং পাঞ্জাবে ৮ টাকা ৬৩ পয়সা। যুক্তরাষ্ট্রে ১৮ টাকা ৩১ পয়সা, জার্মানিতে ৪১ টাকা ৯২ পয়সা, বেলজিয়ামে ৪৬ টাকা ৪৬ পয়সা, জাপানে ২৫ টাকা ৪৪ পয়সা।”

 

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, “দুর্নীতিতে বিএনপি বারবার চ্যাম্পিয়ন হলেও, তারা সরকারের দুর্নীতি নিয়ে সমালোচনা করছে। যাদের সারা গায়ে দুর্নীতির গন্ধ, তারা যখন দুর্নীতির কথা বলে; তখন তাদের দুর্নীতির গন্ধ ছড়িয়ে যায়।”

Link copied!